ফুটবল

আতলেতিকোকে নিয়ে উড়ছেন আলভারেজ

ম্যানচেস্টার সিটির একাদশে নিয়মিত জায়গা না পেয়ে ইংলিশ ক্লাবটি ছেড়ে দেন হুলিয়ান আলভারেজ।  যে বিশ্বচ্যাম্পিয়নকে মূল্যায়ন করেনি ম্যানসিটি, সে এখন আতলেতিকো মাদ্রিদে দুর্দান্ত পারফর্ম করছেন।  একের পর এক ম্যাচে গোল করে স্প্যানিশ ক্লাবটির জয় এনে দিচ্ছেন। 

অন্যদিকে আলভারেজকে ছেড়ে দেওয়া ম্যানসিটি এখন ধুকছে। 

সবশেষ চ্যাম্পিয়নস লিগে বায়ার লেভারকুসেনের বিপক্ষে আলভারেজ যেভাবে জয় এনে দিয়েছেন তা মেট্রোপলিটনবাসী মনে রাখবে অনেকদিন। 

ম্যাচের ২৫ মিনিটেই পাবলো ব্যারিওস লাল কার্ড দেখায় ১০ জনের দলে পরিণত হয় অ্যাতলেতিকো। এরপর প্রথমার্ধেই এগিয়ে যায় লেভারকুসেন।  

একজন কম নিয়েই ৫২ মিনিটে গোল করে ম্যাচে সমতা টানেন আলভারেজ।  এরপর নির্ধারিত সময়ের শেষ মিনিটে গোল করে মেট্রোপলিটন স্টেডিয়ামকে উচ্ছ্বাসে ভাসান এই আর্জেন্টাইন তারকা। 

দারুণ জয় এনে দেওয়ায় নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়নস লিগের সপ্তাহের সেরা খেলোয়াড়ও।

আলভারেজের এমন পারফরম্যান্স অবশ্য শুধু সবশেষ ম্যাচেই নয়, প্রভাব ফেলছে দলটির সামগ্রিক পারফরম্যান্সেও। লা লিগায় বর্তমানে দ্বিতীয় স্থানে আছে আতলেতিকো। আর চ্যাম্পিয়নস লিগে অবস্থান করছে ৫ নম্বরে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন #আলভারেজ