ফুটবল

ইতিহাস গড়ে ব্রাজিলকে ৬-০ গোলে হারালো আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আর্জেন্টিনার কাছে ৬-০ গোলে হেরেছে ব্রাজিল। সংখ্যাটা ব্রাজিলের পরিচত সংখ্যার দিকে পৌঁছে যেত, আর মাত্র এক গোল হলেই। সেই পরিচিত সংখ্যা কোনো সুখকর বিষয় ছিল না একেবারেই।

এর আগে কখনোই অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে এত বড় ব্যবধানে হারেনি ব্রাজিল। আর্জেন্টিনার কাছে এমন তিক্ত অভিজ্ঞতার শিকার ব্রাজিলের কোনো দলও এর আগে হয়নি।

ম্যাচের ১১ মিনিটের মধ্যেই ৩ গোল পেয়ে যায় আর্জেন্টিনা। ৬ মিনিটে ইয়ার সুবিয়াব্রের পা থেকে প্রথম গোল আসে। এর পরের গোলতি করে ১৯বছর বয়সী ফরোয়ার্ড এচেভেরি। তিন মিনিট পর আত্মঘাতী গোল করেন ব্রাজিলের রাইট ব্যাক ইগর সেরাতো।

বিরতির আগ পর্যন্ত ৩ গোল খেয়ে বসে ব্রাজিল। বিরতির পর ৫২, ৫৪ ও ৭৮ মিনিটে আরও ৩ গোল করে আর্জেন্টিনা। বিরতির পর যথাক্রমে গোল করেন অগাস্তিন রুবের্তো, এচেভেরি ও সান্তিয়াগো হিদালগোর।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন দক্ষিণ আমেরিকার অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে | ব্রাজিল | আর্জেন্টিনা