ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির ষষ্ঠ দিন পেরিয়েছে শুক্রবার (২৪ জানুয়ারি)। গতকাল গাজা ভূখণ্ডে মানবিক সহায়তার জন্য ট্রাক প্রবেশ করেছে ৩৩৯ টি। হিসাব বলছে, ট্রাক প্রবেশের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
জাতিসংঘের মানবিক কার্যক্রমবিষয়ক সমন্বয় দপ্তর (ওসিএইচএ) এর দেয়া হিসেবে দেখা যায়, গতকাল মোট ৩৩৯ টি ট্রাক গাজায় প্রবেশ করে। এর আগে, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিন (রোববার) ৬৩০ টি ট্রাক গাজায় প্রবেশ করে। এর পরদিন সোমবার সেটা ৯১৫ টি ট্রাকে উন্নীত হয়।
এরপর থেকেই মূলত ক্রমান্বয়ে কমছে ট্রাকের সংখ্যা। গত মঙ্গলবার ৮৯৭ টি ট্রাক, বুধবার ৮০৮ টি ট্রাক ও বৃহস্পতিবার ৬৩৫ টি ট্রাক গাজায় প্রবেশ করে।
যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়, প্রতিদিন মানবিক সহায়তা দেয়ার জন্য ৬০০ টি ট্রাক গাজায় প্রবেশ করবে।
এমএইচ//