আন্তর্জাতিক

জেনিনে ইসরাইলি গুলিতে আহত শিশু লায়লা মারা গেছে

আন্তর্জাতিক ডেস্ক

লায়লা মোহাম্মদ আয়মান আল খাতিব।

ইসরাইলি সেনার গুলিতে আহত আড়াই বছরের ফিলিস্তিনি শিশু লায়লা মোহাম্মদ আয়মান আল খাতিব মারা গেছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম ওয়াফা নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  

শনিবার ফিলিস্তিনের পশ্চিম তীরের জেনিন শহরের মুথালাথ আশ শুহাদা গ্রামে ইসরাইলি সেনারা তল্লাশি চালানোর সময় মাথায় গুলিবিদ্ধ হয় লায়লা। 

ফিলিস্তিনি রেডক্রসের সদস্যরা লায়লাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা মারা যায় শিশুটি।  

এদিকে শিশু লায়লা নিহতের পর একটি বিবৃতি দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। বিবৃতিতে নিহতের ঘটনাটি তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

গেলো চারদিন ধরে পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী। এতে এখন পর্যন্ত ১৪জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। 

 

এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন ইসরাইলি