জাতীয়

মাদরাসা শিক্ষকদের আন্দোলন চালিয়ে যাওয়া ঘোষণা

ছবি: সংগৃহীত

জাতীয়করণসহ ৬ দফা দাবিতে ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের দেয়া স্মারকলিপি গ্রহণ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তবে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার বিচার এবং সরকারিকরণের ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।

রোববার (২৬ জানুয়ারি) বিকেলে ১৫ সদস্য বিশিষ্ট শিক্ষক প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন বলে জানিয়েছেন শিক্ষক প্রতিনিধি কাজী মোখলেছুর রহমান

তিনি জানান,  আন্দোলনরত শিক্ষকদের ওপরে হামলার বিচার ও দাবি দাওয়া নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তার এপিএস রাস্তায় এসে স্মারকলিপি গ্রহণ করেন। তিনি জানান- সচিব শিক্ষকদের সঙ্গে এসে কথা বলবেন। বিষয়টি ইতিবাচক হিসেবে শিক্ষক প্রতিনিধিরা গ্রহণ করেছেন। তবে যতক্ষণ হামলার বিচার ও দাবি আদায় না হবে, ততক্ষণ অবস্থান কর্মসূচি চলবে।

এদিকে শিক্ষকদের ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

এক পোস্টে হাসনাত লিখেন, ইবতেদায়ি শিক্ষকসহ বাংলাদেশে সামগ্রিক শিক্ষক সমাজ দীর্ঘদিন ধরে বঞ্চিত। ইবতেদায়ি শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের নিন্দা জানাই। এটা কোনোভাবেই কাম্য নয়

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন মাদ্রাসা