খেলাধুলা

আবারও বাউন্স করেছে রাজশাহীর চেক!

স্পোর্টস ডেস্ক

আবারও চেক বাউন্স করেছে দুর্বার রাজশাহীর খেলোয়াড়দের। নতুন নতুন এসব ঘটনার জন্ম দেয়া যেন রাজশাহী ফ্র্যাঞ্চাইজির অনেকটা অভ্যাসে পরিণত হয়েছে। এর আগেও একবার চেক বাউন্সের খবর এসেছিল দলটি থেকে।

পারিশ্রমিক ঠিক সময়ে না দেয়া, হোটেল বিল দিতে না পারা, বিদেশি খেলোয়াড়দের ম্যাচ বয়কট করা- এসব নানা খবরের শিরোনাম হয়েছে দুর্বার রাজশাহী। গ্রুপ পর্বের সব ম্যাচ খেলা শেষ করেছে রাজশাহী। প্লে-অফে উঠতে অন্য দলগুলোর ওপর নির্ভর করতে হবে তাদের। এরমধ্যেই চেক বাউন্সের খবরে আবারও শিরোনাম হলো রাজশাহী।

জানা যায়, রোববার (২৬ জানুয়ারি) ম্যাচের আগে লোকাল ক্রিকেটারদের পারিশ্রমিকের ব্যাংক চেক দেয় রাজশাহী। সোমবার (২৭ জানুয়ারি) সেই চেক নিয়ে ডিপোজিট করতে গেলে, চেক বাউন্সের শিকার হন ক্রিকেটাররা। বিসিবির আশ্বাসে গতকাল গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলেছেন ক্রিকেটাররা।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন #চেক বাউন্স #দুর্বার রাজশাহী