আন্তর্জাতিক

প্রথম বিদেশ সফরে সৌদি আরবে সিরিয়ার নতুন প্রেসিডেন্ট শারা

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি, বামে ও সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা

প্রথম বিদেশ সফরে সৌদি আরব পৌঁছেছেন সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল-শারা।  এই সফরে তাঁর সফরসঙ্গী হিসেবে আছেন সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শিবানি। শারাকে বহনকারী সৌদি আরবের একটি বিমান দেশটির রাজধানী রিয়াদে রোববার বিকেলে অবতরণ করেছে।  

সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে আহমেদ আল-শারার।

গত বছরের ৮ ডিসেম্বর স্বৈরশাসক বাসার আল-আসাদকে হটিয়ে ইসলামপন্থি দল হায়াত তাহরির আল-শাম। এরপর দলটির প্রধান নেতা আহমেদ আল-শারা ক্ষমতা গ্রহণ করেন। ওই অভ্যুত্থানের দুই মাস পর আনুষ্ঠানিকভাবে অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্টের শপথ নিয়েছেন তিনি।

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন সিরিয়া