সর্বকালের সেরা ফুটবলার হিসেবে নিজের নাম বলতে পছন্দ করেন ক্রিস্টিয়ানো রোনালদো। সেই উদাহরণ তিনি আবারও তৈরি করলেন। নিজের জন্মদিনের একদিন আগে এক সাক্ষাৎকার দিয়েছেন রোনালদো।
সম্প্রতি স্প্যানিশ টিভি প্রোগ্রাম ‘এল চিরিনগুইতো’তে দেয়া সাক্ষাৎকারে রোনালদো নিজেকে সেরা বলেছেন।
রোনালদো বলেন, ‘আমি সবচেয়ে কম্পলিট খেলোয়াড়। ক্রিস্টিয়ানো কম্পলিট নয়, এই বলাটা মিথ্যা।‘
‘আপনি হয়তো পেলে, মেসি, ম্যারাডোনার কথা বলতে পারেন। আমি বুঝি এবং এটা সম্মান করি।‘
‘আমি যদি ৯২০, ৯২৫ গোলেও শেষ করি… এটা আমার জন্য কোনো ব্যাপার না। আমি ইতিহাসের সেরা। পিরিয়ড। আমি যদি ১ হাজার গোলে যাই, দারুণ! যদি না যেতে পারি, সেটাও ঠিক আছে। সংখ্যা তো মিথ্যা বলে না।‘
রোনালদো বর্তমানে সৌদি প্রো লিগে আল নাসরের হয়ে খেলেন। সোমবার (৩ ফেব্রুয়ারি) আল ওয়াসলের বিপক্ষে তিনি জোড়া গোল করেন। এএফসি চ্যাম্পিয়নস লিগের সেই ম্যাচে ৪-০ গোলে জিতেছে আল নাসর।
এমএইচ//