দেশজুড়ে

গাজীপুরে বিক্ষোভের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

বায়ান্ন প্রতিবেদন

গাজীপুরে আওয়ামী সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। আজ শনিবার (০৮ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সদর উপজেলার রাজবাড়ি মাঠে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।

শুক্রবার (০৭ ফেব্রুয়ারি) দিনগত রাত ৩টা ২৪ মিনিটে সংগঠনটির ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা দেয় সংগঠনটি।

পোস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জানিয়েছে, ‌গাজীপুরের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠকদের ওপর আওয়ামী সন্ত্রাসী মোজাম্মেল-জাহাঙ্গীরের চাপাতিবাহিনীর হামলার প্রতিবাদে শনিবার বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে উপস্থিত থাকবেন সারা দেশের আপামর ছাত্র–জনতা ও কেন্দ্রীয় নেতারা।

এর আগে, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) গাজীপুরের ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়ি ভাঙ্গতে শুরু করে বিক্ষুব্ধরা। এসময় আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। এতে ১৫ জন আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

তাৎক্ষণিকভাবে আহতদের মধ্যে মো. হিমেল, নাভিল আহাম্মেদ, মো. হাসান, গৌরব, শুভ, ইয়াকুব, অপু, বিশাল, ইমন হোসেন ও জাহিদুল ইসলামের নাম জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, একদল বিক্ষুব্ধ ছাত্র–জনতা গাজীপুর মহানগরের ধীরাশ্রমের দক্ষিণখানে মোজাম্মেল হকের বাড়ি ভাঙচুর করতে যায়। এ সময় মসজিদের মাইকে মন্ত্রীর বাড়িতে ডাকাত পড়েছে বলে ঘোষণা দিয়ে লোকজনকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়। মাইকিং শুনে আশপাশের লোকজন বাড়িটি ঘিরে ফেলেন এবং ভাঙচুরকারী কয়েকজনকে মারধর করেন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একইসঙ্গে আহত ব্যক্তিদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে পাঠানো হয়। সেখান থেকে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। 

গাজীপুর জেলার সিভিল সার্জন মাহমুদা আখতার বলেন, ১৫-১৬ জনকে তাজউদ্দীন মেডিকেলের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় ঢাকায় পাঠানো হয়েছে।

গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানিয়েছেন, ছাত্র-জনতার পরিচয় দিয়ে একটি দল সাবেক মন্ত্রীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে। এ সময় স্থানীয়রা তাদের আটক করে মারধর করেন, এতে বেশ কয়েকজন আহত হয়েছেন।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন | গাজীপুর