পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ ড্র করায় বার্সেলোনার সামনে সুযোগ ছিল ব্যবধান কমিয়ে নেওয়ার। সেভিয়াকে ৪-১ হারিয়ে সেই কাজটা ভালোভাবেই সেরেছে হ্যান্সি ফিলিকের দল।
রোববার রাতে সেভিয়ার মাঠে ম্যাচের ৭ মিনিটে লেভানডভস্কির গোলে প্রথম লিড নেয় বার্সেলোনা। এক মিনিট পরেই ভার্গাস ওই গোল শোধ করে দেন। প্রথমার্ধে ১-১ গোলে সমতায় থাকার পর মনে হচ্ছিল পয়েন্ট ব্যবধানটা হয়তো আগের মতোই থেকে যাবে। কিন্তু দ্বিতীয়ার্ধে ৩ গোল করে ম্যাচের ফল পাল্টে দেয় বার্সা।
৪৬ মিনিটে দলকে লিড এনে দেন ফারমিন লোপেজ। ৫৫ মিনিটে রাফিনিয়া ব্যবধান ৩-১ করেন। ৬২ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় লোপেজকে। ৮৯ মিনিটে এরকি গার্সিয়া দলের বড় জয় নিশ্চিত করেন।
সেভিয়ার বিপক্ষে পাওয়া জয়ে বার্সার পয়েন্ট ২৩ ম্যাচে ৪৮। অন্য দিকে আগের ম্যাচে ড্র করা রিয়ালের পয়েন্ট ২৩ ম্যাচে ৫০ এবং আতলেতিকোর ২৩ ম্যাচে ৪৯।