আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি উপলক্ষে অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। আনুষ্ঠানিকভাবে অনুশীলন শুরু হলেও, ‘মানসিকতা’ নিয়ে কিছুটা চিন্তিত মনে হয়েছে প্রধান কোচ ফিল সিমন্সকে। সিমন্স মনে করছেন এখনো ‘সেরা প্রস্তুতি’ হচ্ছে না।
বাংলাদেশের প্রতিপক্ষরা এখন ওয়ানডে ক্রিকেট খেলায় ব্যস্ত। অন্যদিকে টাইগার ক্রিকেটাররা মাত্র টি-টোয়েন্টি খেলা শেষ করেছে। প্রস্তুতি সারতে হবে মিরপুরে করা ৫ দিনের ক্যাম্পেই।
সোমবার (১০ ফেব্রুয়ারি) মিরপুরে সংবাদ সম্মেলনে কোচ সিমন্স বলেন, ‘আমি আপনার সঙ্গে একমত যে এটা সেরা প্রস্তুতি হচ্ছে না।’
এরপর তিনি যোগ করেন, ‘একটা জিনিস বলতে পারি, তারা ক্রিকেট খেলবে আর সেটা সাদা বলেই। এটার মানে হচ্ছে তারা স্কিলের দিক থেকে শার্পই আছে। স্কিল আছে, আমরা তাদের পারফর্ম করতে দেখেছি, এখন কেবল মানসিকতাটা ওয়ানডের জন্য করতে হবে।’
বিপিএলে হওয়া নানা ঘটনা প্রভাব পড়বেনা ক্রিকেটারদের মানসিকতায়। সিমন্স বলেন, ‘আমাদের দুই দিন অনুশীলন হয়েছে। এই দুই দিনে বিপিএল নিয়ে কোনো কথা আলাপ হয়নি খেলোয়াড়দের। তারা লম্বা সময় ধরে ব্যাট করা ও ঠিক জায়গায় বল করাতেই নজর দিচ্ছে ৫০ ওভার ক্রিকেটের জন্য। আমার মনে হয় না এটা (বিপিএলের মানসিক ধকল) তাদের কোনো প্রভাব ফেলবে।‘
এর আগে চ্যাম্পিয়নস ট্রফির সবশেষ আসরে দারুণ পারফরম্যান্স করেছে বাংলাদেশ। ইংল্যান্ডে আয়োজিত এই টুর্নামেন্টে সেমিফাইনাল খেলেছে মাশরাফি বিন মুর্তজার অধীনে খেলা দল। আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে বাংলাদেশ দল ম্যাচ খেলবে ২০ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ ভারত।
এমএইচ//