বাংলাদেশ ভারত সীমান্তে রেডিও সিগন্যালের মাধ্যমে সন্দেহজনক তথ্যআদান প্রদানের সন্ধান পেয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসব তথ্য আদান প্রদানে বাংলা, উর্দু ও আরবি ভাষার সাংকেতিক শব্দ ব্যবহার করা হয়েছে। পরস্পরের সঙ্গে তথ্য আদানপ্রদানের জন্য এ ধরনের মাধ্যম সন্ত্রাসী গোষ্ঠীগুলো ব্যবহার করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
গেলো ডিসেম্বরে সাংকেতিক শব্দ ব্যবহার করে সন্দেহজনক তথ্যআদান প্রদানের প্রথম ঘটনা চিহ্নিত করা হয় উত্তর চব্বিশ পরগণার বশিরহাট, বনগাওন ও সুন্দরবন ঘেঁষা দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়। সেখানে থাকা হাম রেডিও অপারেটরা এসব সন্দেহজনক তথ্যআদান প্রদানের ঘটনা চিহ্নিত করেছে বলে প্রতিবেদনে বলা হয়।
হাম রেডিও অপারেটরা প্রথমে ভারতের তথ্য মন্ত্রনালয়কে এ বিষয়ে অবহিত করেন। পরে বিষয়টি খতিয়ে দেখার জন্য কলকাতায় থাকা ইন্টারন্যাশনাল মনিটরিং স্টেশনকে (রেডিও) দায়িত্ব দেয়া হয়েছে।
এ বিষয়ে পশ্চিমবঙ্গ রেডিও ক্লাবের সাধারণ সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস বলেন, সন্দেহজনক তথ্যআদান প্রদানের এসব ঘটনা ঘটেছে রাত ১টা থেকে ৩টার মধ্যে। যেখানে বাংলা, উর্দু ও আরবি ভাষা ব্যবহার করা হয়েছে। আরও একটি ভাষা ব্যবহার করা হয়েছে, যা আমরা চিহ্নিত করতে পারি নাই।
এনএস/