আন্তর্জাতিক

বাংলাদেশ-ভারত সীমান্তে সন্দেহজনক সাংকেতিক ভাষায় তথ্য আদান প্রদান

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশ ভারত সীমান্তে রেডিও সিগন্যালের মাধ্যমে সন্দেহজনক তথ্যআদান প্রদানের সন্ধান পেয়েছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এসব তথ্য আদান প্রদানে বাংলা, উর্দু ও আরবি ভাষার সাংকেতিক শব্দ ব্যবহার করা হয়েছে। পরস্পরের সঙ্গে  তথ্য আদানপ্রদানের জন্য এ ধরনের মাধ্যম সন্ত্রাসী গোষ্ঠীগুলো ব্যবহার করতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

গেলো ডিসেম্বরে সাংকেতিক শব্দ ব্যবহার করে সন্দেহজনক তথ্যআদান প্রদানের প্রথম ঘটনা চিহ্নিত করা হয় উত্তর চব্বিশ পরগণার বশিরহাট, বনগাওন ও সুন্দরবন ঘেঁষা দক্ষিণ চব্বিশ পরগণা জেলায়। সেখানে থাকা হাম রেডিও অপারেটরা এসব সন্দেহজনক তথ্যআদান প্রদানের ঘটনা চিহ্নিত করেছে বলে প্রতিবেদনে বলা হয়।

হাম রেডিও অপারেটরা প্রথমে ভারতের তথ্য মন্ত্রনালয়কে এ বিষয়ে অবহিত করেন। পরে বিষয়টি খতিয়ে দেখার জন্য কলকাতায় থাকা ইন্টারন্যাশনাল মনিটরিং স্টেশনকে (রেডিও) দায়িত্ব দেয়া হয়েছে।   

এ বিষয়ে পশ্চিমবঙ্গ রেডিও ক্লাবের সাধারণ সম্পাদক অম্বরিশ নাগ বিশ্বাস বলেন, সন্দেহজনক তথ্যআদান প্রদানের এসব ঘটনা ঘটেছে রাত ১টা থেকে ৩টার মধ্যে। যেখানে বাংলা, উর্দু ও আরবি ভাষা ব্যবহার করা হয়েছে। আরও একটি ভাষা ব্যবহার করা হয়েছে, যা আমরা চিহ্নিত করতে পারি নাই।

 

এনএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন সীমান্তে