বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব মাঘী পূর্ণিমা আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি)। দিনটি যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে উদযাপিত হবে। রাজধানী ঢাকাসহ সারাদেশে নানা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে উৎসবটি পালন করা হবে।
বৌদ্ধ ভিক্ষুদের বিশ্বাস, এই পূর্ণিমা তিথিতেই তথাগত বুদ্ধ তার শিষ্যদের সামনে মহাপরিনির্বাণের ঘোষণা দিয়েছিলেন।
তিনি জানিয়েছিলেন যে তিন মাস পর, শুভ বৈশাখী পূর্ণিমা তিথিতে তিনি দেহত্যাগ করবেন। সেই ঘোষণার পর থেকে এই দিনটি বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ।
এই পবিত্র দিনে সব বৌদ্ধ ধর্মাবলম্বী অনিত্য ভাবনা চর্চা করেন, ধ্যান-সমাধি করেন, এবং ইহকাল ও পরকালের সুন্দর জীবন গঠনের সংকল্প করেন। জীবনকে শুদ্ধ, শীলময় ও ভাবনাপূর্ণ করতে তারা নানা ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করেন।
সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, আজ সন্ধ্যা ৭টা ২৫ মিনিটে এই পূর্ণিমা তিথি শুরু হবে এবং তা শেষ হবে আগামীকাল (১২ ফেব্রুয়ারি, বুধবার) সন্ধ্যা ৭টা ৫২ মিনিটে।
এসি//