অপরাধ

মধ্যরাতে মোহাম্মদপুরে যৌথবাহিনী-সন্ত্রাসীদের বন্দুকযুদ্ধ, নিহত দুই

বায়ান্ন প্রতিবেদক

ছবি: সগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানের সময় বন্দুকযুদ্ধে দুই অস্ত্রধারী নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্রসহ ৫ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৯ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় মোহাম্মদপুর-বসিলা রোডের চাঁদ উদ্যান/৪০ ফিট এলাকার লাউতলায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, রাজধানীর মোহাম্মদপুর থেকে যৌথবাহিনীর কাছে তথ্য আসে মোহাম্মদপুর-বসিলা রোডের চাঁদ উদ্যান/ ৪০ ফিট এলাকার লাউতলায় বেশ কয়েকজন অস্ত্রধারী বৈঠক করছে। যৌথবাহিনী অভিযানে গেলে চাঁদ উদ্যানের ৬ নম্বর রোডে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী যৌথবাহিনীর সদস্যদের ওপর অতর্কিত গুলি চালায়। যৌথবাহিনীর সদস্যরা পাল্টা গুলি চালালে জুম্মন ও মিরাজ নামের দুই সন্ত্রাসীর মৃত্যু হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার এ কে এম মেহেদী হাসান বলেন, সন্ত্রাসীদের হামলায় দুই সেনা সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়েছে। পাশাপাশি বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে।

 

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন বন্ধুকযুদ্ধ | মোহাম্মদপুর | যৌথবাহিনীর অভিযান