আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করতে সব ধরনের চেষ্টা চালাচ্ছে। তারা কোথাও স্থান পাবে না, তাদের ঘুম হারাম করে দেয়া হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম।
রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টায় রাজধানীর বারিধারায় নিজ বাসায় বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। এক্ষেত্রে তারা প্রচুর টাকা ব্যবহার করছে। তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।
আগামীকাল থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানো হবে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে এবং দোষীদের কোনো ছাড় দেওয়া হবে না।
অন্তরর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আওয়ামী লীগের সমর্থকরা দিনে-রাতে কোথাও আশ্রয় পাবে না। আইন-শৃঙ্খলা বাহিনীকে কঠোরভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যর্থতার কথা উল্লেখ করে তার পদত্যাগের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। মধ্যরাতে হলপাড়া থেকে মিছিল বের করে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ করেন তারা। এসময় শিক্ষার্থীরা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের আল্টিমেটাম দেন।
শিক্ষার্থীদের দাবির বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি চান, আর সেটার জন্য যা যা করা দরকার করবো। তাহলে তো আর পদত্যাগের কোনো প্রশ্নই আসে না।
এমএ//