কিছুদিন আগে নিজেকে সর্বকালের সেরা এবং কমপ্লিট খেলোয়াড় দাবি করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ তারকার করা এমন দাবি নিয়ে টিএনটি স্পোর্টস ব্রাজিল প্রশ্ন করেছিলো কারিম বেনজেমাকে।
জবাবে ফরাসি তারকা বলেন, যার যা খুশি বলতে পারে। রোনালদো নিজেকে ইতিহাসের সেরা মনে করতেই পারে। উদাহরণ হিসেবে তিনি বলেন তার কাছে সেরা ফুটবলার ব্রাজিলের রোনালদো।
রিয়াল মাদ্রিদে দীর্ঘ নয় বছর সতীর্থ ছিলেন বেনজেমা ও ক্রশ্চিয়ানো রোনালদো। স্প্যানিশ ক্লাবটির শীর্ষ দুই গোলতাও তারা দুজন। রিয়ালের জার্সিতে দুজনে একসঙ্গে খেলেছেন ৩৪২ ম্যাচ। জিতেছেন ১৬টি ট্রফি।
তবে তার কাছে শ্রেষ্ঠ ফুটবলার ক্রশ্চিয়ানো রোনালদো নয়। রোনালদো নাজারিওকেই শ্রেষ্ঠ মনে করেন।
রোনালদো নাজারিওকে শৈশবের আদর্শ মানেন বেনজেমা। ব্রাজিলের বিশ্বকাপ জয়ী এই স্ট্রাইকারকে নিয়ে মুগ্ধতার কথা অনেকবারই বলেছেন তিনি। ২০২১ সালে বিইন স্পোর্টসে বেনজেমা বলেছিলেন, তিনি সৌভাগ্যবান যে মাদ্রিদে রোনালদো নাজারিওর সঙ্গে দেখা হয়েছে। তিনিই তার রোল মডেল ছিলেন। এখনো আছেন।