রাজনীতি

গণতান্ত্রিক ছাত্র সংসদের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা

নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদেরপূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

 বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন দলের আহ্বায়ক আবু বাকের মজুমদার

এসময়ে  কমিটির আহ্বায়ক, সদস্যসচিব, যুগ্ম আহ্বায়ক ও যুগ্ম সদস্য সচিব পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির আহ্বায়ক আবু বাকের মজুমদার। অন্যান্য পদপ্রাপ্তদের নাম ঘোষণা করেন সংগঠনটির মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসসির চৌধুরী।

আবু বাকের মজুমদার বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ গতকাল আত্মপ্রকাশ করে। যে সংগঠনটি জুলাই অভ্যুত্থানের শক্তি থেকে গঠিত একটি ছাত্র সংগঠন। এই সংগঠনকে গড়ে তুলতে তারা দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কাজ করেছেনশিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন।  

নতুন কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়, বিইউপি, ইউল্যাব, জাতীয় বিশ্ববিদ্যালয়, সাত কলেজ, বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা পদ পেয়েছেন।

তিনি বলেন, এই সংগঠনটির বিশেষত্ব হলো- দেশের অন্যান্য ছাত্র সংগঠন রাজনৈতিক লেজুরবৃত্তি করলেও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ কখনো লেজুরবৃত্তি করবে না।গণতান্ত্রিক উপায়ে সংগঠনের সব পর্যায়ে নেতৃত্ব বাছাই করা হবেএই সংগঠনের কেন্দ্রীয় কমিটি সভাপতির বয়স হবে ২৮ বছর।

তিনি আরও বলেন, যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন; তারা ৭ বছরের মধ্যে নেতৃত্বে আসতে পারবেন। এছাড়াও  সংগঠনে নারীদের জন্য কমফোর্ট জোন তৈরি করা হবে। নারী নিরাপত্তায় তার সে প্র্যাকটিস করবেন বলেও প্রতিশ্রুতি দেন

এসময়ে গতকাল সংগঠনটি আত্মপ্রকাশের সময় অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টির জন্য এ ছাত্রনেতা দুঃখ প্রকাশ করেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন গণতান্ত্রিক ছাত্র সংসদ