খেলাধুলা

আজ রাতে শূন্য হাতে দেশে ফিরছে বাংলাদেশ দল

স্পোর্টস ডেস্ক

ছবি: বিসিবি

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলে একেবারেই সন্তোষজনক কিছু পারতে পারেনি। গ্রুপ তে টেবিলের তৃতীয় স্থানে থেকে শেষ করেছে টুর্নামেন্ট। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরাজিত হওয়ার পর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হয়। পরিত্যক্ত ম্যাচের ১ পয়েন্টই কেবল বাংলাদেশের সম্বল হয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১১ টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে বাংলাদেশ দলের।

বাংলাদেশ দলের পারফরম্যান্সে হতাশ হয়েছে দর্শক-সমর্থকরা। আইসিসি টুর্নামেন্টে জয় তুলে নেওয়া যেন ভুলে গেছে তারা। ভারত ও নিউজিল্যান্ডের বিপক্ষে তেমন কোনো লড়াই দেখাতে পারেনি নাজমুল হোসেন শান্তরা। কিছুটা আশার ছোঁয়া দেখালেও, তা একেবারেই যথেষ্ট ছিল না।

বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে সমালোচনা করেছেন সাবেক অনেক ক্রিকেটাররা। সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম থেকেও কোনো পারফরম্যান্স পায়নি দল।

মার্চ থেকেই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। ক্রিকেটাররা দেশে ফিরেই এই টুর্নামেন্ট নিয়ে ব্যস্ত হয়ে পড়বে।

এমএইচ// 

 

এ সম্পর্কিত আরও পড়ুন চ্যাম্পিয়নস ট্রফি | দেশে ফিরছে | বাংলাদেশ দল