বাংলাদেশ

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে আটক ৬০

ছবি: সংগৃহীত

গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে ৬০ জনকে আটক করা হয়েছে। শনিবার (১ মার্চ) সন্ধ্যার পর সেনাবাহিনীর নেতৃত্বে পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যরা মাজার বস্তিতে এই সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

জানা যায়, টঙ্গীর মাজার বস্তিতে দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক কারবার চলছিল। অভিযোগ পেয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার বিষয়ে থানায় অভিযোগ জানালেও কোন ব্যবস্থা নেওয়া হয়নি। পরিবহন শ্রমিকরা এখানে প্রধান ক্রেতা বলেও জানান তারা।

যৌথবাহিনীর অভিযানে দেখা যায়, বস্তিতে মাদক বিক্রির পাশাপাশি মাদক সেবনের ব্যবস্থা রয়েছে। ক্রেতারা বস্তি থেকে মাদক ক্রয় করে বস্তিতে অবস্থিত ছোট ছোট ঝুপড়ী ঘরের মধ্যে মাদক সেবন করতে পারেন।  

গাজীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম জানান, মাজার বস্তির বাসিন্দাদের বিরুদ্ধে ছিনতাই ও ডাকাতির অভিযোগও রয়েছে। অভিযানে ৬০ জন মাদক কারবারি ও বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে এবং মাদক ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। তিনি জানান, পুরো রমজান মাস জুড়ে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন যৌথ বাহিনী | সেনাবাহিনী | সাঁড়াশি অভিযান