পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান জেলায় সেনানিবাস এলাকায় ভয়াবহ আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় ইফতারের সময় বিস্ফোরক ভর্তি দুটি গাড়ি সেনানিবাসের ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটায়। এতে হামলাকারীসহ মোট ১২ জন নিহত হন এবং অন্তত ৩২ জন আহত হন।
নিহতদের মধ্যে ৬ জন হামলাকারী, ৪ জন শিশু ও ২ জন নারী রয়েছেন। পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক দল তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) সাথে সংশ্লিষ্ট ৬ জন হামলাকারীকেও শনাক্ত করা হয়েছে।
বিস্ফোরণের তীব্রতায় আশপাশের একটি মসজিদ ও একটি বাড়ির ছাদ ধসে পড়ে।
ঘটনাটির মাত্র একদিন আগে, সোমবার (৩ মার্চ) একই প্রদেশের একটি মাদরাসায় আরেকটি আত্মঘাতী হামলা হয়। এতে তালেবান এক শীর্ষ নেতাসহ ৬ জন নিহত হন।
এসকে//