'নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেশি থাকায় কিছু মানুষের কষ্ট হচ্ছে। তবে জিনিসপত্রের দাম আগের চেয়ে বাড়েনি, আরও কমানোর চেষ্টা করছে সরকার' বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।
বুধবার (৫ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয়-বিক্রয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গণমাধ্যমে তিনি এসব কথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেছেন, আগের সরকারের অনেকের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করতে হয়েছে তাদের নিজেদের কারণেই। ফলে দেশে ব্যবসা বাণিজ্য কমেছে, পাশাপাশি বেড়েছে বেকারত্ব।
তিনি বলেন, বেকার হওয়া শ্রমিকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হচ্ছে, তবে সবাইকে কাজ দেওয়া সরকারের পক্ষে সম্ভব বয়।
ড. সালেহউদ্দিন বলেন, সরকার বেকারত্ব কমানোর জন্য বিভিন্ন খাতে আর্থিক সহায়তা ও প্রণোদনা দেওয়ার মাধ্যমে পুনরুদ্ধারে চেষ্টা করছে।
বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) সঙ্গে আলোচনা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্বের হার কমাতে পারলে অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন হবে।
এমএ//