আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্য কোনো দলের সঙ্গে জোট গঠন করবে না নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা আছে বলে জানিয়েছে এনসিপির নেতারা।
বুধবার (৫ মার্চ) গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এসব তথ্য জানায় এনসিপির নেতারা।
দলের নিবন্ধন পেতে ঈদের পর নির্বাচন কমিশনে আবেদন করা হবে বলে জানিয়েছে দলের নেতারা।
তারা জানায়, আসছে জাতীয় নির্বাচনে এনসিপি কারো সঙ্গে জোট করবে না। তবে ছোট দলগুলোর সুযোগ থাকবে এনসিপির সঙ্গে জোট গঠনের আলোচনার।
দলীয় প্রতীকের ব্যাপারে তারা জানায়, দলীয় প্রতীক এখনো চূড়ান্ত হয়নি, দলীয় ফোরামে আলোচনার পর দলের প্রতীক নির্ধারণ করা হবে।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, তরুণদের নেতৃত্বে গঠিত দলটির ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে। জাতীয় নির্বাচনের আগে সারা দেশে দলীয় কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে তারা।
এমএ//