ক্যাম্পাস

হিজাব বিতর্ক নিরসনে সিদ্ধান্ত জানালো ঢাবি প্রশাসন

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) হিজাব বা নিকাব পরিহিত ছাত্রীদের শনাক্ত করতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ঢাবি প্রশাসন। বায়োমেট্রিক পদ্ধতিতে শনাক্ত করার বিষয়টি আমলে রেখে আপাতত নারী শিক্ষিকা, কর্মকর্তা অথবা কর্মচারীদের মাধ্যমে শনাক্তের নির্দেশনা দেয়া হয়েছে

বৃহস্পতিবার (৬ মার্চ) উপাচার্যের সভাকক্ষে অনুষ্ঠিত ডিনস কমিটির মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর ডিনস কমিটির এই মিটিংয়ে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যক্তিগত স্বাধীনতা ও গোপনীয়তা বিবেচনায় রেখে নারী শিক্ষক বা নারী কর্মকর্তা অথবা নারী কর্মচারীদের মাধ্যমে নিকাব ও হিজাব পরিহিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের পরিচয় শনাক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে

সভার সিদ্ধান্ত অনুযায়ী ছাত্রীদের পরিচয় শনাক্ত করার জন্য প্রয়োজনে নারী সহকারী প্রক্টরের সহযোগিতা নেওয়া হবে। পরিচয় শনাক্ত করতে ফিঙ্গারপ্রিন্টিং বা বায়োমেট্রিক সিস্টেম চালুর সম্ভাব্যতার বিষয়টি যথাসময়ে যাচাই করা হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ঢাবি | হিজাব