অপরাধ

হিযবুত তাহরীরের তিন সদস্য গ্রেপ্তার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

রাজধানীর উত্তরায় নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীরের  তিন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিট (সিটিটিসি)গ্রেপ্তারকৃতরা হলেন— মনিরুল ইসলাম (৪০), মোহতাসিন বিল্লাহ (৪০) ও মাহমুদুল হাসান (২১)

বৃহস্পতিবার (৬ মার্চ) রাত ১২টা ১৫ মিনিটে উত্তরার সেক্টর-১১ ও ১২-এ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সংগঠনটি ৭ মার্চ বাইতুল মোকাররম এলাকায় ‘মার্চ ফর খিলাফা’ সমাবেশের পরিকল্পনা করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩) অনুযায়ী রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা সংগঠনের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। এসময় তাদের কাছ থেকে সংগঠনের বিভিন্ন আলামত উদ্ধার করা হয়। সংগঠনের অন্যান্য সদস্যদের শনাক্তে অভিযান চলছে

 

এসকে//  

এ সম্পর্কিত আরও পড়ুন রাজধানীর উত্তরা | হিযবুত তাহরী | ডিএমপি