জাতীয়

ঈদে রাজধানীতে ‘অক্সিলিয়ারি ফোর্স’, থাকবে গ্রেপ্তার ক্ষমতাও

বায়ান্ন প্রতিবেদন

পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে রাজধানীর আবাসিক এলাকা, শপিংমল ও মার্কেটগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বেসরকারি নিরাপত্তা কর্মীদের ‘অক্সিলিয়ারি ফোর্স’ হিসেবে নিয়োজিত করা হবে। আইন অনুযায়ী, এই ফোর্সের সদস্যরা পুলিশের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করবেন এবং তাদের নির্দিষ্ট ক্ষেত্রে গ্রেপ্তারের ক্ষমতা থাকবে। বলেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

শনিবার (০৮ মার্চ) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, ঈদ উপলক্ষে রাজধানীর বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান গভীর রাত পর্যন্ত খোলা থাকবে। নিরাপত্তার স্বার্থে পুলিশের পাশাপাশি বেসরকারি নিরাপত্তাকর্মীরাও দায়িত্ব পালন করবেন।

তিনি আরও বলেন, কেউ ব্যক্তিগতভাবে আইন হাতে তুলে নিতে পারবে না। কোনো বাসা-বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানে অভিযানের প্রয়োজন হলে তা পুলিশের মাধ্যমেই করতে হবে। সন্দেহজনক কিছু নজরে এলে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানাতে হবে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ ছাড়া ঈদে বাড়ি যাওয়ার আগে নগরবাসীকে নিজেদের বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান ডিএমপি কমিশনার।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন #রমজান #ঈদ #নিরাপত্তা