বিএনপি

দেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত হয়নি এখনো: রিজভী

বায়ান্ন প্রতিবেদন

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্যান্য অনেক দেশে নারীদের সমান অধিকার প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশে নারীরা এখনও বৈষম্য, সহিংসতা ও শোষণের শিকার হচ্ছেন। বর্তমানে দেশের নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

শনিবার (০৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে  রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ বিএনপির নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।

নারীদের অধিকার প্রতিষ্ঠা প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বিএনপি নারীদের অধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করবে। বিএনপি বিশ্বাস করে, একটি নারীবান্ধব, নিরাপদ ও স্বাধীন সমাজ গড়ে তোলা প্রয়োজন, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবাই সমান অধিকার, সুরক্ষা ও মর্যাদা ভোগ করবেন।

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক নারী দিবসে আমরা যখন নারীর ক্ষমতায়ন, নিরাপত্তা ও মর্যাদা প্রতিষ্ঠার কথা বলছি, তখন বাস্তব চিত্র হতাশাজনক। সাম্প্রতিক সময়ে দেশে নারীদের প্রতি সহিংসতা, বৈষম্য ও নির্যাতনের ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। নারীদের অধিকার নিশ্চিত করতে এখনো অনেক কাজ বাকি আছে।’

নারী-পুরুষের মধ্যে বৈষম্য ও নারীদের প্রতি সহিংসতা ক্রমাগত তীব্রতর হচ্ছে, যা জাতির জন্য উদ্বেগজনক বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, ‘বিএনপি নারীদের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার সর্বোচ্চ চেষ্টা করবে এবং শোষণ ও নির্যাতনের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেবে।’

তিনি আরও বলেন, ‘নারীরা শুধু দৈনন্দিন জীবনে নিরাপত্তাহীনতায় ভুগছেন তা নয়, বরং অনলাইন প্ল্যাটফর্মেও তাঁরা নানা হেনস্তার শিকার হচ্ছেন। রাস্তাঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন জায়গায় ছাত্রী ও নারী শ্রমিকদের ইভটিজিং, শ্লীলতাহানি ও হেনস্তার শিকার হতে হচ্ছে। ধর্ষণ ও নির্যাতনের মাধ্যমে নারীদের হত্যা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘একের পর এক নারী নির্যাতন ও বিচারহীনতার যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা রাষ্ট্রের স্থিতিশীলতা ও সম্প্রীতির জন্য বড় হুমকি। সামাজিক অবক্ষয়ের কারণে নারীদের মর্যাদা ও নিরাপত্তা ক্ষুণ্ন হচ্ছে এবং এর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র থাকতে পারে কি না, সেটি যাচাই করা জরুরি।’

এ প্রসঙ্গে রিজভী বলেন, ‘এই সহিংসতার পেছনে কোনো উগ্র গোষ্ঠীর উসকানি বা মদদ থাকতে পারে। তারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লোটার অপচেষ্টা করছে এবং বাংলাদেশকে একটি অতিরক্ষণশীল রাষ্ট্রে পরিণত করতে চায়, যেখানে নারীরা নিজ দেশে অধিকারহীন হয়ে পড়বেন।’

নারীদের পোশাক নিয়ে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর মন্তব্য গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আধুনিক যুগে নারীদের বন্দি রাখলে সমাজ এগোবে না। ক্যাম্পাসে ছাত্রীদের পোশাক নিয়ে উগ্রবাদী গোষ্ঠী কাজ করছে, যা দেশের অগ্রগতি ও উন্নয়নের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে।

তিনি বলেন, নিষিদ্ধ সংগঠন কীভাবে মিছিল করে, তা সরকারকে গুরুত্বের সঙ্গে দেখতে হবে। একই সঙ্গে নজর রাখতে হবে, দেশে যেন কোনো অশুভ শক্তির উত্থান না ঘটে।

বিএনপি ক্ষমতায় গেলে নারীদের নিরাপত্তা ও মর্যাদা রক্ষায় নতুন যুগের সূচনা করবে বলেও সংবাদ সম্মেলনে আশ্বাস দেন রুহুল কবির রিজভী।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন রুহুল কবির রিজভী | বিএনপি | নারী দিবস