রাজধানীর পল্লবী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে নয় মামলার আসামিসহ সংঘবদ্ধ ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করেছে পল্লবী থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- মোঃ ইসমাইল হোসেন বিজয় (২৫), মেহেদী হাসান (২৪) ও ইব্রাহিম তালুকদার মিশুক (৩০)। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দুটি ছুরি ও দুটি চাপাতি উদ্ধার করা হয়।
রোববার (৯ মার্চ ) ভোরে পল্লবীর ১২ নম্বর সেকশনের আলীনগর এলাকার নলেজিয়াম স্কুলের সামনে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ এর উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান (পিপিএম)।
এতে বলা হয়, কয়েকজন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নিচ্ছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে পল্লবী থানা পুলিশের একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিনজনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পল্লবী থানায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের অপরাধ স্বিকার করেছে। আসামিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আই/এ