দেশজুড়ে

৫ বছরের শিশুকে ধর্ষণের মামলায় বৃদ্ধ গ্রেপ্তার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

শেরপুরের নকলায় চান মিয়া(৬০) নামের এক বৃদ্ধকে পাঁচ বছরের শিশু ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করেছে পুলিশ

শনিবার(৮ মার্চ) বিকেলে গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা মধ্যপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।নকলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান গণমাধ্যমকে এ তথ্যটি  নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, শনিবার দুপুর আড়াইটার দিকে চান মিয়া প্রতিবেশী শিশুটিকে টাকার লোভ দেখিয়ে বাড়ির পাশের ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এসময় শিশুটি চিৎকার  করলে তাকে শান্ত করতে ওই বৃদ্ধ ২০ টাকা হাতে দেন।  খবর পেয়ে শিশুটির মা ভুট্টাক্ষেতের দিকে গেলে চান মিয়া দৌড়ে পালিয়ে যান।  মেয়েটি তখন মাটিতে কাতরাচ্ছিল।  

পরে চান মিয়া এলাকার বিভিন্নজনের মাধ্যমে বিষয়টি ধামাচাপা দিয়ে আপস-মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হন। শিশুটির মা পরিবারের লোকজনদের সঙ্গে আলোচনা করলে শিশুর বাবা নকলা থানায় এসে লিখিত অভিযোগ করলে রাতেই চান মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।  রোববার সকালে তাকে আদালতে প্রেরণ করলে বিচারক অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানিয়েছেন, শিশুটির ডাক্তারি পরীক্ষা করা জন্য শেরপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

এসকে// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন #শেরপুরের নকলায় #শিশু ধর্ষণের