একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের অন্যতম সমন্বয়ক ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তারকে গ্রেপ্তার এবং শাহবাগে জুডিশিয়াল কিলিং ও দায়িত্বরত পুলিশ কর্মকর্তাদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে উত্তাল হয়ে ওঠে এসব বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এই দাবি ওঠে।
মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাত ২টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা লাকি আক্তারের বিচারের দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেন। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ছাত্রদের নতুন হল, ট্রান্সপোর্ট, ছাত্রী হল ও শেখ মুজিবুর রহমান হলের সড়ক প্রদক্ষিণ করে ফের বটতলায় এসে শেষ করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সোহরাওয়ার্দী হল থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিভিন্ন হল প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরাও একই দাবিতে মধ্যরাতে মিছিল বের করে। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে তারা শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
প্রসঙ্গত, মঙ্গলবার (১১ মার্চ) বিকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে ধর্ষণবিরোধী পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলা করা হয়। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানায়, বিকাল সাড়ে ৩টায় ধর্ষণবিরোধী পদযাত্রা নামে নারী-পুরুষসহ ৬০/৭০ জনের একটি বিক্ষোভকারী দল প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনা অভিমুখে যাত্রার চেষ্টা করলে পুলিশ তাদের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে বাধা দেয়।
এছাড়া, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণজাগরণ মঞ্চের পরিচিত মুখ লাকি আক্তারের নেতৃত্বে সন্ধ্যায় রাজধানীতে মশাল মিছিল হয়। এতে ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লাকি আক্তার বক্তব্য রাখেন।
বক্তব্যে ‘স্লোগানকন্যা’ হিসেবে পরিচিত লাকি আক্তার বলেন, দেশজুড়ে মানুষ ধর্ষকদের বিচারের দাবিতে আন্দোলন করছেন। মানুষের জানমালের নিরাপত্তা দিতে এ সরকার ব্যর্থ হয়েছেন। এসময় স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগও দাবি করেন লাকি আক্তার।
মশাল মিছিল থেকেই লাকি আক্তার কর্মসূচি ঘোষণা করে বলেন, ধর্ষণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিরসনের দাবিতে আসছে ১৫ মার্চ সকাল ১১টায় শাহবাগে গণমিছিল আয়োজন করা হবে।
এমএ//