রোজা রেখে খেলতে নেমেছিলেন লামিনে ইয়ামাল। ম্যাচের ১১ তম মিনিটে প্রায় মাঝ মাঠ থেকে বেনফিকার কয়েকজন ডিফেন্ডারকে কাটিয়ে বক্সে ঢুকেন। এরপর স্প্যানিশ ফরোয়ার্ড বল পাঠান অন্য প্রান্তে। সেখানে অরক্ষিত রাফিনিয়া অনায়াসে বল জালে পাঠান।
এরপর দুই মিনিট পর বেনফিকার হয়ে একটি গোল পরিশোধ করেন নিকোলাস ওতামেন্দি।
ম্যাচের ১৫ মিনিটে ইফতারের সময় হলে খেলার মাঝেই ইফতার সেরে নেন ইয়ামাল। এরপর ২৭তম মিনিটে দেখান জাদু।
বাঁ দিক থেকে রাফিনিয়ার নেওয়া ফ্রি কিক গোলমুখে থাকা সবাই মিস করলে অপর প্রান্তে পেয়ে যান ইয়ামাল। একজনকে কাঁটিয়ে বক্সের ভেতর দিয়ে বেরিয়ে আসেন। কিছু হবে না ভেবে দুই দলের খেলোয়াড়াই যখন এগিয়ে আসতে শুরু করেন তখন বাঁ পায়ে দূরের পোস্টে কোনাকুনি শট নেন ইয়ামাল। ঝাঁপিয়েও কিছু করার ছিল না বেনফিকা গোলকিপারের।
এই গোলটি করে একটি রেকর্ডও করেন তিনি। ১৭ বছর ২৪১ দিন বয়সী এই তরুণ স্প্যানিশ এখন চ্যাম্পিয়নস লিগের একই ম্যাচে গোল এবং অ্যাসিস্ট করা সবচেয়ে কম বয়সী ফুটবলার। ইয়ামাল ভেঙেছেন ২০১৪ সালে এফসি বাসেলের হয়ে ব্রিল এমবোলোর ১৭ বছর ২৬৩ দিন বয়সে এক ম্যাচে গোল ও অ্যাসিস্টের রেকর্ড।
ম্যাচের ৪২ মিনিটে বার্সেলোনার হয়ে দ্বিতীয় গোলটি করেন রাফিনহা। নিজেদের অর্ধ থেকে একাই বল টেনে বেনফিকা বক্সের দিকে যান আলেহান্দ্রো বালদে। শেষ মুহূর্তে রাফিনিয়ার দিকে বল বাড়ালে জালে পাঠান এই ব্রাজিলিয়ান।
এটি রাফিনিয়ার চলতি চ্যাম্পিয়নস লিগে ১১ তম গোল। যা কোন ব্রাজিলিয়ানের ১ আসরের সর্বোচ্চ। ১০টি করে গোল আছে নেইমার, রিভালদোসহ পাঁচজনের।