দেশজুড়ে

সাবেক ভূমিমন্ত্রীর মেয়ে মাহজেবিন শিরিন পিয়া গ্রেপ্তার

বায়ান্ন প্রতিবেদন

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের মেয়ে মাহজেবিন শিরিন পিয়াকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) দিবাগত রাতে পৌর শহরের হাসপাতাল সড়কের নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মাহজেবিন শিরিন পিয়ার গ্রেপ্তারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানার ডিউটি অফিসার এএসআই রুনি। তবে কোন মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

মাহজেবিন শিরিন পিয়া পাবনা জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক এবং ঈশ্বরদী উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন পাবনা | সাবেক ভূমিমন্ত্রী | গ্রেপ্তার