জাতীয়

ঈদুল ফিতরে বাড়তে পারে সরকারি চাকরিজীবীদের ছুটি

ছবি: সংগৃহীত

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি চাকরিজীবীদের জন্য নির্ধারিত ছুটি বাড়তে পারে। আসছে ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটির প্রস্তাবনা উঠতে পারে। এদিন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হলে সরকারী কর্মজীবীরা টানা ৯ দিন ছুটি ভোগ করতে পারবে।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা গেছে, চলতি বছরের সরকারি ছুটির তালিকা চাঁদ দেখার ভিত্তিতে নির্ধারণ করা হয়েছে। আসছে ৩১ মার্চ (সোমবার) দেশে ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। 

গেলো বছর উপদেষ্টা পরিষদ ঈদুল ফিতরের ছুটি ৩ দিনের পরিবর্তে ৫ দিন করার অনুমোদন দেয়। এরপর জনপ্রশাসন মন্ত্রণালয় ২১ অক্টোবর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। সেই অনুযায়ী, ৩১ মার্চ ঈদের দিন সাধারণ ছুটি থাকবে। ঈদের আগে ২৯ ও ৩০ মার্চ (শনিবার ও রবিবার) এবং ঈদের পরের দুই দিন ১ ও ২ এপ্রিল (মঙ্গলবার ও বুধবার) নির্বাহী আদেশে ছুটি দেওয়া হয়েছে।

এছাড়া, ২৮ মার্চ (শুক্রবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় সরকারি কর্মচারীরা টানা ৬ দিন বিশ্রাম নিতে পারবেন। 

তবে, যদি ৩ এপ্রিলও (বৃহস্পতিবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়, তাহলে চাকরিজীবীরা টানা ৯ দিন ছুটি পাবেন। কারণ এরপরের দুই দিন ৪ ও ৫ এপ্রিল (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি পড়বে। 

এই দীর্ঘ ছুটি সরকারি কর্মচারীদের জন্য বিশ্রাম ও পরিবার-পরিজনের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর সুযোগ করে দিতে পারে।

এ সম্পর্কিত আরও পড়ুন ঈদ্যল ফিতর | ঈদের ছুটি | মন্ত্রিপরিষদ বিভাগ