দেশজুড়ে

সুন্দরবনে আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি

ছবি: সংগৃহীত

সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজী ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় লাগা আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। বনের বিভিন্ন স্থানে জ্বলছে আগুন, পুড়ছে গাছপালা। দ্বিতীয় দিনেও তা নিয়ন্ত্রণ করতে পারেনি ফায়ার সার্ভিস ও বনবিভাগ।

রোববার (২৩ মার্চ) ভোর থেকে দ্বিতীয় দিনের মতো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বনবিভাগ ও ফাইয়ার সার্ভিসের ৪টি ইউনিট। ঘটনাস্থলের আশেপাশে পানির উৎস না থাকায় বেগ পেতে হচ্ছে দমকল  কর্মীদের।

এর আগে গেলো শনিবার (২২ মার্চ) সকালে বনের টোপারবনের টেপারবিল এলাকা থেকে প্রথমে ধোঁয়া উঠতে দেখেন বন সংলগ্ন এলাকার বাসিন্দারা। বন বিভাগ দুপুরে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে।

ফায়ার সার্ভিসের শরণখোলা স্টেশনের স্টেশন কর্মকর্তা আবতাদ ই আলম জানায়, সুন্দরবনের ভোলা নদী থেকে ঘটনাস্থল প্রায় তিন কিলোমিটার দূরে। দুর্গম ও জটিল এলাকা হওয়ায় তাদের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখা হয়।

সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নূরুল করীম বলেন, ঘটনাস্থল থেকে ভোলা নদী ৩ কিলোমিটার দূরে থাকায় ফায়ার সার্ভিসের কার্যক্রম শুরু করা যায়নি।

তবে অগ্নিকাণ্ডের আসল কারণ এখনো জানা যায়নি। কীভাবে আগুন লেগেছে এবং এর প্রকৃত কারণ নির্ধারণ করতে তদন্ত কমিটি গঠন করে কাজ শুরু করবে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন সুন্দরবন | আগুন