অপরাধ

রাজধানীতে ৫ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

রাজধানীর আদাবরে পাঁচ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাইনুদ্দিন নামের এক যুবককে গ্রেপ্তার করেছে আদাবর থানা পুলিশ। শনিবার (২২ মার্চ) রাজধানীর আদাবর এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনাটি নিশ্চিত করে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাকারিয়া এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মাইনুদ্দিন নামের এক যুবককে আদাবর থেকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মাইনুদ্দিনকে আসামি করে এজাহার দায়ের করেছেন।’

ভুক্তভোগীর বাবা জানায়, অভিযুক্ত মাইনুদ্দিন ও তারা একই এলাকার বাসিন্দা। গেলো শুক্রবার (২১ মার্চ) বিকেলে শিশুটিকে ডেকে ধর্ষণচেষ্টা করলে সে কান্নাকাটি করে। এখন ভয় পেয়ে মাইনুদ্দিন তাকে ছেড়ে দেয়। পরে শিশুটি কান্না করতে করতে বাসায় ফিরে যায়। 

তিনি আরও জানান, পরেরদিন ২২ মার্চ সন্ধ্যায় মাইনুদ্দিন তাদের বাড়ীতে গেলে শিশুটি মাইনুদ্দিনকে দেখে কান্না শুরু করে দেয়। কারণ জিজ্ঞেস করলে শিশুটি আগেরদিনের ঘটনা তার মা-বাবকে জানায়। তখন মাইনুদ্দিনকে আটক করে পুলিশে দেওয়া হয়।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন ধর্ষণচেষ্টা | গ্রেপ্তার