দেশজুড়ে

গাজীপুরে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামীর আত্মহত্যা

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাশিমপুরে একটি বাড়ির কক্ষ থেকে স্ত্রী, সন্তান ও স্বামীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে স্ত্রী-সন্তানকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছে।

নিহতরা হলেন, মো. নাজমুল ইসলাম (২৯), খাদিজা আক্তার (২২) ও তাদের চার বছরের সন্তান নাদিয়া আক্তার।

পুলিশ জানায়, নিহত নাজমুল বেকার ও মাদকাসক্ত ছিলেন। সখিপুর উপজেলার শুলাপ্রতিমা গ্রামের মো. আবুর ছেলে।

পুলিশ আরও জানায়, নাজমুল স্ত্রী-সন্তান নিয়ে গাজীপুরে শ্বশুরবাড়িতে থাকতেন। পারিবারিক কলহ নিয়ে তাদের মাঝে প্রায়ই ঝগড়া লাগতো। শনিবার (২২ মার্চ) তারা রাতে ১১টায় শুতে যায়। সকালে তারা ডাকাডাকির পর দরজা না খুললে পরিবারের লোক জানালা টেনে দেখতে পায় নাজমুলের মরদেহ ঝুলছে। পরে ঘরের দরজা ভেঙে ভেতরে গিয়ে দেখেন খাদিজা ও নাদিয়ার নিথর দেহ বিছানায় পড়ে আছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কাশিমপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ইফতেখার হোসেন জানায়, পুলিশ খবর পেয়ে  সকাল ১০টার দিকে নিহতদের মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়ে।

তিনি আরও জানায় ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন গাজীপুর