বলিউডের সফল দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপূর খানের বর্তমান জীবন নিয়ে সব সময়ই আলোচনায় থাকে। একসময় শাহিদ কাপূরের সঙ্গে তার সম্পর্ক ছিল,যা বারবার শিরোনামে উঠে আসত। তবে এক সময় সেই সম্পর্কের সমাপ্তি হয় এবং কারিনার জীবনে আসে সাইফ আলি খান। ২০১২ সালে তারা বিয়ে করেন এবং বর্তমানে তারা দুই সন্তানের মা-বাবা।
কিন্তু কারিনা কাপূর একসময় একজন রাজনীতিবিদকেও পছন্দ করেছিলেন। সিমি গারেওয়ালের টিভি শোতে এক প্রশ্নের উত্তরে কারিনা বলেছিলেন, যদি সুযোগ পেতেন তবে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে প্রেম করতেন।
তিনি বলেন আমি প্রায়ই রাহুল গান্ধীর ছবি দেখতাম। জানি না এটা বলা উচিত কি না তবে আমি এটা বলব। কারিনা আরও বলেন, আমি তাকে আরও ভালোভাবে জানতে চাই। আমি তো অভিনয় পরিবারের মেয়ে আর তিনি রাজনৈতিক পরিবারের সদস্য। আমাদের রসায়ন ভালোই জমতো।
কারিনার এই মন্তব্য বারবার আলোচনায় উঠে এসেছে। কিছুদিন আগে তিনি আবারও বলেন,সেই সময়ে রাহুল সত্যিই দারুণ দেখতে ছিলেন। এরপর তিনি বলেন, রাহুল গান্ধীর পদবি খুবই জনপ্রিয়, তাই তার নাম আমি উল্লেখ করেছি। কারিনার এই মন্তব্য এখনো নানা জায়গায় আলোচনায় আসে।
এসকে//