সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আদভানী গেলো ফেব্রুয়ারিতে গণমাধ্যমকে জানিয়েছিলেন, তাদের জীবনে নতুন সদস্য আসতে চলেছে। তাদের সংসার এখন দুইজন থেকে তিনজন হতে চলেছেন। তবে এই খুশির মধ্যে নতুন কিছু পদক্ষেপ নিতে চলেছেন দম্পতি।
বুধবার (২৬ মার্চ) সিদ্ধার্থ এবং কিয়ারা মুম্বাইয়ে এক নতুন বাড়ি খুঁজতে বের হন। যদিও কিছু ছবি শিকারিরা দাবি করেছেন যে, তারা ইতোমধ্যেই বাড়িটি কিনে ফেলেছেন। এই বাড়ির অন্দরসজ্জার দায়িত্ব নেন গৌরী খান অর্থাৎ, শাহরুখ খানের স্ত্রী।
গৌরী খানকে তাদের সাথে দেখে শুরু হয়েছে নতুন জল্পনা। সকলে বলছে তা হলে কি হবু সন্তানের ঘরের সাজসজ্জার দায়িত্ব সিদ্ধার্থ-কিয়ারা গৌরী খানকেই দিতে চান।
সেই দিন কালো প্যান্ট ও গোলাপি রঙের জামা কিয়ারার পরনে ছিল আর সিদ্ধার্থকে দেখা যায় জলপাই রঙের কার্গো প্যান্ট ও নীল শার্টে। দু'জনেরই মুখে মাস্ক ছিল। কিয়ারার ওজন বৃদ্ধি পেয়েছে বলে অনুমান করেছেন অনুরাগীরা। তবে সব কিছু ছাড়িয়ে এই মুহূর্তে সিদ্ধার্থ পুরোপুরি তার স্ত্রী কিয়ারাকে সময় দিতে চান এবং সন্তানের আগমনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
এসকে//