জাতীয়

ঈদের দীর্ঘ ছুটিতেও অর্থনীতিতে স্থবিরতা তৈরি হবে না: অর্থ উপদেষ্টা

বায়ান্ন প্রতিবেদন

এবারের ঈদ উপলক্ষে ৯ দিনের দীর্ঘ ছুটি থাকলেও দেশের অর্থনীতিতে কোনো স্থবিরতা সৃষ্টি হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

বৃহস্পতিবার (২৭ মার্চ) সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

ড. সালেহ উদ্দিন বলেন, ‘ঈদের এ দীর্ঘ ছুটির পরেও দেশের অর্থনৈতিক কার্যক্রমে কোনো বাধা আসবে না। কারণ, অধিকাংশ উপদেষ্টা এবং সচিব ঢাকাতেই থাকবেন এবং প্রয়োজন হলে অনলাইনে আলোচনা করা সম্ভব।’

এসময় তিনি আরও জানান, ‘অনেক সচিব ছুটির কারণে দেশের বাইরে যাচ্ছেন, তবে তাতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে কোনো ব্যাঘাত ঘটবে না। ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে আজকাল যে কোনো সিদ্ধান্ত নেয়া সম্ভব।’

এদিকে স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি জানান, ‘পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী ছুটিতে থাকবে না। তারা সবসময় অ্যালার্ট থাকবে এবং নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করবে। ঈদযাত্রার নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রস্তুতি নেয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ এবং অন্যান্য বাহিনীর সতর্কতার পাশাপাশি, সব থানার স্বাভাবিক কার্যক্রম চলমান থাকবে।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন অর্থ উপদেষ্টা | ঈদের ছুটি