খেলাধুলা

ফিফা ক্লাব বিশ্বকাপে মোট অর্থ পুরস্কার ১০০ কোটি ডলার!

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো আয়োজন হতে যাচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ। যেখানে ৬ মহাদেশের ৩২ টি দল অংশ নেবে। আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই ম্যাচের সময়সূচি। যুক্তরাষ্ট্রের ১১ টি শহরের ১২ টি ভেন্যুতে হবে প্রতিটি ম্যাচ।

এরমধ্যে সম্প্রতি ক্লাব বিশ্বকাপের অর্থ পুরস্কার ঘোষণা করেছে ফিফা। একে একেবারে অর্থের ঝনঝনানি বলা যেতে পারে। মোট ১০০ কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। যা বাংলাদেশি মুদ্রায় ১২ হাজার ১৫৭ কোটি ২৬ লাখ টাকার সমান।

ইউরোপ থেকে শীর্ষ কোনো দল চ্যাম্পিয়ন হলে সর্বোচ্চ ১২ কোটি ৫০ লাখ ডলার পেতে পারে। যা ২০২২ কাতার বিশ্বকাপের চ্যাম্পিয়ন দলের অর্থের চেয়ে তিন গুণ বেশি।

ফিফা জানিয়েছে, ক্লাব বিশ্বকাপে অংশ নেওয়ার পুরস্কার হিসেবে ৩২ দলকে মোট ৫২ কোটি ৫০ লাখ ডলার দেওয়া হবে। এছাড়াও বিভিন্ন ধাপে ধাপে বড় অর্থ পুরস্কার পাচ্ছে দলগুলো।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, ফিফা ক্লাব বিশ্বকাপের নতুন বিতরণ মডেল ক্লাব ফুটবলের শীর্ষ স্তরের প্রতিফলন হবে, যেখানে গ্রুপ পর্ব ও প্লে-অফ ফরম্যাটে খেলা হবে। এই টুর্নামেন্টে সর্বকালের সবচেয়ে বড় পুরস্কার দেয়া হবে, যার মাধ্যমে চ্যাম্পিয়ন দলকে ১২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার পর্যন্ত পুরস্কৃত করা হতে পারে।‘ 

এমএইচ// 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ফিফা ক্লাব বিশ্বকাপ | প্রাইজমানি | অর্থ পুরস্কার