বিনোদন

অভিনয়ের সুযোগ হারিয়ে কুকুরের কাছে হেরেছিলেন সবিতা ধুলিপালা!

বিনোদন ডেস্ক

ছবি: সংগৃহীত

অভিনয়ের জগতে কখনও কখনও এমন অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয় যা সত্যিই অবাক করার মতো। অভিনেত্রী সবিতা ধুলিপালা নিজেই একটি ঘটনার কথা প্রকাশ করেছেন, যেখানে অভিনয়ের সুযোগ পেয়েও তিনি হারিয়ে ফেলেন। তবে আশ্চর্যজনকভাবে তার জায়গায় নির্বাচিত হয় একটি কুকুর। 

সবিতা গণমাধ্যমকে জানান, একটি বিজ্ঞাপনচিত্রের জন্য তাকে অডিশনে ডাকা হয়েছিল।‘রাত সাড়ে ১১টায় হঠাৎ আমাকে ফোন করা হয় অডিশনে অংশ নেওয়ার জন্য। বিষয়টি বেশ অদ্ভুত ছিল, তবুও আমি অডিশনে অংশ নিই’। অডিশনে সফল হওয়ার পর তাকে গোয়ায় গিয়ে শুটিং করার কথা জানানো হয় এবং প্রথম দিন খুব ভালোভাবে শুটিংটি সম্পন্ন হয়। তবে দ্বিতীয় দিন ক্যামেরার কিছু গোলমাল হওয়ার কারণে শুটিং পেছানো হয়।

পরেরদিন শুটিংয়ে গিয়ে তিনি জানতে পারেন, পণ্যের ভাবমূর্তি তার সঙ্গে একেবারে মানানসই নয়। ফলে তাকে বাদ দিয়ে সেই বিজ্ঞাপনচিত্রে নেয়া হয় একটি কুকুর। সবিতা নিজের অভিজ্ঞতা শেয়ার করে বলেন, ‘আমাকে বলা হয়েছিল, আমি অনেক বেশি আত্মবিশ্বাসী দেখাচ্ছিলাম, যা পণ্যের ভাবমূর্তির সঙ্গে ঠিক মিলে না। তাই আমার পরিবর্তে একটি কুকুর নেওয়া হয়’। তিনি আরও বলেন, তবে এর পরেও আমি পারিশ্রমিক পেয়েছিলাম’। 

এই ঘটনা শুনে উপস্থিত নেহা ধুপিয়া ও জিম সার্ভও হতবাক হয়ে যান। এই অভিজ্ঞতা তাদের কাছে সত্যিই অনেক বিস্ময়ের ছিল।

এসকে// 

এ সম্পর্কিত আরও পড়ুন সবিতা | অভিনয় জগতে