মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমদানিকৃত গাড়ি ও গাড়ির যন্ত্রাংশ আমদানির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে, তার এমন সিদ্ধান্ত বাণিজ্যিক অংশীদারদের পাল্টা ব্যবস্থা নিতে উৎসাহিত করবে। ফলে বাণিজ্য যুদ্ধ আরও ছড়িয়ে পড়বে।
বৃহস্পতিবার (২৭ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, ওভাল অফিসে এই আদেশে সই করার পর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রে তৈরি নয় এমন সব গাড়ির ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক ৩ এপ্রিল থেকে কার্যকর হবে।
ট্রাম্পের এমন আদেশের প্রতিক্রিয়ায় জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা বলেছেন, ওয়াশিংটনের এমন পদক্ষেপ অত্যন্ত দুঃখজনক।
টোকিও সব ধরনের পাল্টা ব্যবস্থা বিবেচনা করছে বলেও জানিয়েছেন তিনি।
ট্রাম্প শুল্কারোপের ঘোষণা দিয়ে দাবি করে বলেন, এই পদক্ষেপের ফলে গাড়ি শিল্পের “অসাধারণ প্রবৃদ্ধি” ঘটবে।
এদিকে বিশ্লেষকরা জানান, যুক্তরাষ্ট্রে এই পদক্ষেপের মাধ্যমে উল্লেখযোগ্য পরিমাণে গাড়ি উৎপাদন সাময়িকভাবে বন্ধ হয়ে যাবে। দাম বৃদ্ধি পাবে। এছাড়াও মিত্র দেশের সঙ্গেও সম্পর্কের টানাপোড়েন দেখা দেবে।
যুক্তরাষ্ট্রে গাড়ির শীর্ষ বিদেশি সরবরাহকারী হচ্ছে মেক্সিকো। এরপরই রয়েছে দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা এবং জার্মানি।
এমএ//