চলছে পবিত্র রমজান মাস শেষের দশক। ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ নিয়ে চলছে না না জল্পনা কম্পনা। চলতি বছর রমজান মাস ২৯ দিন হবে নাকি ৩০ দিন, তা নিয়েও চলছে নানা হিসাব-নিকাশ।
এমন পরিস্থিতিতে পাকিস্তানের স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন (সুপারকো) জানিয়েছে, আগামী ৩১ মার্চ (সোমবার) ঈদুল ফিতর উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।
দেশটির সংবাদমাধ্যম দ্য ডন এবং জিও নিউজ বুধবার (২৬ মার্চ) এই তথ্য প্রকাশ করেছে।
সুপারকোর মতে, আগামী ২৯ মার্চ শাওয়াল মাসের চাঁদ উদিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ৩০ মার্চ চাঁদ দেখা যেতে পারে, আর সে অনুযায়ী সোমবার (৩১ মার্চ) ঈদুল ফিতর পালিত হতে পারে।
সংস্থাটি জানিয়েছে, বৈজ্ঞানিক বিশ্লেষণ, জ্যোতির্বিদ্যাগত হিসাব এবং আধুনিক পর্যবেক্ষণ পদ্ধতির মাধ্যমে এই পূর্বাভাস দেওয়া হয়েছে। সুপারকোর বিবৃতিতে বলা হয়েছে, ২৯ মার্চ বিকেল ৩:৫৮ মিনিটে শাওয়াল মাসের নতুন চাঁদের সংযোগ ঘটবে। তবে চাঁদের দৃশ্যমানতা নির্ভর করবে চাঁদের বয়স, সূর্য থেকে কৌণিক দূরত্ব, সূর্যাস্তের সময় উচ্চতা এবং বায়ুমণ্ডলীয় পরিস্থিতি ওপর নির্ভর করে।
সুপারকোর বিশ্লেষণে আরও বলা হয়েছে, সৌদি আরবে ২৯ মার্চ চাঁদ দেখার সম্ভাবনা খুবই কম। ফলে পাকিস্তানের মতোই মধ্যপ্রাচ্যের দেশটিতেও ৩১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে।
অবশ্য, চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে চাঁদ দেখার আনুষ্ঠানিক ঘোষণার ওপর।
এমএ//