জাতীয়

ফ্যাসিবাদ আমলের চাঁদাবাজির রেওয়াজ এখনো অব্যহত রয়েছে: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদের আমলে শুরু হওয়া চাঁদাবাজির রেওয়াজ এখনো অব্যহত রয়েছে। চাঁদাবাজির এই প্রাকটিস আর বরদাশত করা হবে না। বলেছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।

বৃহস্পতিবার (২৭ মার্চ) কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ মাঠে মাসব্যাপী হিফজুল কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, আমরা ফ্যাসিবাসদের শাসনামলে এমন একটি পরিস্থিতি মধ্য দিয়ে সময় পার করেছি যে, অনেকেই মনে করেন চাঁদা দেওয়া আমার দায়িত্ব। আমরা চাঁদাবাজদের স্পষ্টভাবে বলে দিতে চাই- জুলাই গণঅভ্যুত্থানের পর চাঁদাবাজির প্র্যাকটিস আর বরদাশত করা হবে না।

তিনি বলেন, ফ্যাসিবাদী সময়ে চাঁদাবাজি ও মাদক ব্যবসায় জড়িত হয়ে যারা সমাজকে ধ্বংস করেছে, তরুণ প্রজন্মকে ধ্বংস করেছে তাদেরকে শক্ত হাতে দমন করা হবে। 

তরুণদের আহ্বান জানিয়ে আসিফ মাহমুদ বলেন, যেখানে বিভিন্ন সমিতির নামে টোকেন ধরিয়ে চাঁদাবাজি দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন, রুখে দাঁড়াবেন। স্থানীয় প্রশাসন ও পুলিশ বাহিনী চাঁদাবাজি দমনে কাজ করেছে।

এসময় মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ওসি) মো. আবদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন উপজেলা শাখার সমন্বয়ক উবায়দুল সিদ্দিকী প্রমুখ।

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন আসিফ মাহমুদ | ফ্যাসিবাদ