দেশজুড়ে

বাসচাপায় শিশুসহ নিহত ২

ছবি: সংগৃহীত

গাজীপুরে বাসচাপায় শিশুসহ সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। তবে নিহতরা একই পরিবারের সদস্য বলে জানা গেছে।

সোমবার (৩১ মার্চ) সকাল ১০টার দিকে গাজীপুরের চন্দনা চৌরাস্তার সঙ্গে যুক্ত শিববাড়ী আঞ্চলিক সড়কে দুর্ঘটনাটি ঘটে। জয়দেবপুর থানার উপপরিদর্শক (এসআই) স্বপ্না আক্তার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

গাজীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ ছামাদ মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঢাকামুখী দ্রুতগতির গাজীপুর পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহত দুইজনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পরপরই উত্তেজিত জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন বাসচাপা