খেলাধুলা

সাফের গঠনতন্ত্র সংশোধন, নির্বাচন করতে পারবেন সালাউদ্দিন

স্পোর্টস ডেস্ক

ছবি: দ্য ডন

দক্ষিণ এশিয়া ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা, সাফের গঠনতন্ত্র সংশোধন করা হয়েছে। যেখানে বিদ্যমান গঠনতন্ত্রে ৭০ বছরের একটি সীমা বাধ্যতামূলক ছিল। সংশোধন করে এই সীমা তুলে দেওয়া হয়েছে।

শুক্রবার (৪ এপ্রিল) শ্রীলঙ্কার কলম্বোতে সাফের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

এই সভায় গঠনতন্ত্র সংশোধন করায় এবং বয়সের সীমা উঠে যাওয়ায় বর্তমান সাফ সভাপতি কাজী সালাউদ্দিন আবারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পাচ্ছেন। আগামী সাফ নির্বাচন, ২০২৬ এ অংশ নিতে গেলে সালাউদ্দিনের বয়স হতো ৭২ বছর। নিয়ম অনুযায়ী তিনি নির্বাচনে অংশ নিতে পারতেন না। তবে গঠনতন্ত্র সংশোধন করায় আর তেমনটি হচ্ছে না। সালাউদ্দিন চাইলে পরবর্তী নির্বাচনেও অংশ নিতে পারবেন।

কাজী সালাউদ্দিন ২০০৯ সাল থেকে টানা ৪ বার সাফের সভাপতি পদে আছেন। আগামী বছর সভাপতি নির্বাচিত হলে, সেটিই হবে সালাউদ্দিনের সাফ সভাপতি হিসেবে শেষ মেয়াদ।

এমএইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন কাজী সালাউদ্দিন | সাফ