জাতীয়

ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, বাস-ট্রেন-লঞ্চে ভিড়

বায়ান্ন প্রতিবেদন

পবিত্র ঈদুল ফিতরের উপলক্ষে দীর্ঘ ৯ দিনের ছুটি শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন দেশের সরকারি ও বেসরকারি চাকরিজীবীরা। আগামীকাল রোববার (৬ এপ্রিল) থেকে সরকারি অফিসগুলো পুনরায় চালু হবে। এর আগে গত ২৭ মার্চ (বৃহস্পতিবার) ছিল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস।

গেলো ২০ মার্চ ঈদুল ফিতরের ছুটির বিষয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে ৩ এপ্রিল থেকে ছুটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়। সেই অনুযায়ী, সরকারি ছুটি ২৮ মার্চ (শুক্রবার) শুরু হয়ে ৫ এপ্রিল (শনিবার) পর্যন্ত চলেছে, যা টানা ৯ দিনের ছুটি।

৩১ মার্চ (সোমবার) চাঁদ দেখার ওপর ভিত্তি করে দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়। এবারের ঈদে ৫ দিনের সরকারি ছুটির জন্য গত বছর ১৭ অক্টোবর প্রজ্ঞাপন জারি হয়েছিল। ৩ এপ্রিল (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা হওয়ায় সরকারি চাকরিজীবীরা ৯ দিনের ছুটি উপভোগ করেছেন, কারণ ৪ ও ৫ এপ্রিল সাপ্তাহিক ছুটির দিন ছিল।

এদিকে ঈদের ছুটি শেষে শনিবার (৫ এপ্রিল) থেকে রাজধানী ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সরকারি অফিসগুলো আগামীকাল (৬ এপ্রিল) থেকে খুললেও অধিকাংশ বেসরকারি অফিসের ছুটি আগেই শেষ হয়ে গেছে। ফলে জীবন-জীবিকার তাগিদে ব্যস্ত নগরীতে ফিরতে শুরু করেছেন তারা।

শহরের বিভিন্ন বাস টার্মিনাল ও রেল স্টেশনগুলোতে সকাল থেকেই যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। দূরপাল্লার বাসগুলোর প্রবেশ করতে শুরু করেছে এবং যাত্রীরা তাদের গন্তব্যে চলে আসছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড় আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে।

এছাড়া শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে সদরঘাট লঞ্চ টার্মিনালে দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। লঞ্চগুলোতে কিছুটা যাত্রী চাপ দেখা গেলেও যাত্রা ছিল তুলনামূলকভাবে স্বাচ্ছন্দ্যময়, আর ঈদযাত্রা কষ্টকর না হওয়ায় ঘরমুখো মানুষরা নির্বিঘ্নে ফিরে আসতে পেরেছেন।

তবে কিছু এলাকায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিয়মিত অভিযান চালাচ্ছে। এছাড়া, দৌলতদিয়া ঘাটেও ঢাকা ফেরা যাত্রীদের চাপ রয়েছে, তবে কোনো ধরনের ভোগান্তি দেখা যায়নি।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন ঈদুল ফিতর