বিনোদন

পাবনায় সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে ৯৪ তম জন্মবার্ষিকী পালন

পাবনা প্রতিনিধি

ছবি: সংগৃহীত

বলিউড থেকে বাংলা চলচ্চিত্র জগৎ যতই সময় চলে যাক, সুচিত্রা সেনের নামটা যেন আকাশের মতো অমলিন। ৯৪ বছর আগে ১৯৩১ সালের ৬ এপ্রিলে পাবনার এক ছোট্ট গ্রামে জন্মগ্রহণ করা সেই মেয়েটি, পরবর্তীকালে হয়ে উঠেছিলেন ভারতীয় সিনেমার এক অমর রত্ন। তার হাসি, তার চোখের ভাষা, তার অভিনয় সবই যেন ছিল এক মায়াবী জগৎ। যা শুধু দর্শকদের দেখতে নয়, অনুভব করতেও বাধ্য করে।

যখনই সুচিত্রা সেনের নাম শোনা যায়, তখন মনে আসে সেই অপরূপ রূপের রূপালি পর্দায় রাজত্বের কথা। তার চোখের মায়া, তার চুলের ঝাঁকুনি, তার হাসির ছোঁয়া সবকিছু যেন এক জাদু। যদিও তার প্রতিটি চরিত্র ছিল অগণিত রং আর অনুভূতির মিশ্রণ।  তবে তার গভীর আবেগ ছিল সবচেয়ে বড় পরিচয়।  যা একটি সংজ্ঞায় ধরা যায় রোমান্স। তাইতো, "সাত পাকে বাঁধা" কিংবা "দেবদাস"-এর মতো সিনেমায় তার অভিনয় আজও সকলের হৃদয়ে অমর।  কিছু মানুষ বলে, "সুচিত্রা সেনের চোখে যেন পুরো পৃথিবী দেখার শক্তি ছিল" এটা শুধু অভিনয় ছিল না ছিল এক প্রতিভার পূর্ণরূপ।

পাবনায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা সুচিত্রা সেনের আজ ৯৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। বাংলাদেশের পাবনায় জন্ম নেওয়া কিংবদন্তি এই অভিনেত্রীর জন্মবার্ষিকী নিয়ে করা হয়েছে নানা আয়োজন। 

রোববার (৬ এপ্রিল) সকাল ১১টায় পাবনা শহরের হেমাসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়িতে সুচিত্রা সেনের ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ ও কেক কেটে জন্মদিন পালন করেন সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদসহ পাবনার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। 

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. রামদুলাল ভৌমিকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন। পরিষদের সাধারণ সম্পাদক নরেশ মধু, প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলু রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফরিদুল ইসলাম খোকন, ফজলুল হক সুমন প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন। 

 

এসকে//

এ সম্পর্কিত আরও পড়ুন পাবনা | সুচিত্রা সেন