ক্যাম্পাস

ঢাবি শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদার বাহিনীর গণহত্যা ও আগ্রাসনের বিরুদ্ধে এবং ফিলিস্তিনের স্বাধীনতার দাবিতে বিশ্বব্যাপী দ্য ওয়ার্ল্ড স্টপস ফর গাজাকর্মসূচির প্রতি সংহতি জানিয়ে  আগামীকাল সোমবার  ক্লাস ও পরীক্ষা বর্জন করেছে  ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)  শিক্ষার্থীরা। এদিকে এ কর্মসূচির সাথে সংহতি জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

 

রোববার (৬ এপ্রিল) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা  বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়,  ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আগামীকাল (৭ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। এ ছাড়া, আগামীকাল সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে। স্থগিত পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।

 

প্রসঙ্গত,  অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ফিলিস্তিনি ন্যাশনাল অ্যান্ড ইসলামিক ফোর্সেস গ্রুপ। সোমবার (৭ এপ্রিল) ফিলিস্তিন ছাড়াও সারা বিশ্বে এই কর্মসূচি পালনের আহ্বান জানিয়েছে তারা

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিস্তিন | ঢাবি