জাতীয়

শোভাযাত্রায় মুখোশ পরে আসা যাবে না: ডিএমপি কমিশনার

বায়ান্ন প্রতিবেদন

ছবি: ফাইল ছবি

পহেলা বৈশাখ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রায় মুখোশ পরে অংশ নেয়া যাবে না এবং শব্দদূষণ সৃষ্টি করে এমন বাঁশিও বাজানো নিষিদ্ধ বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

রোববার (১৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

ডিএমপি কমিশনার  বলেন, ‘ঢাকার বিভিন্ন অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবারের বৈশাখী উৎসব আরও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে উদযাপিত হবে। নিরাপত্তা নিশ্চিতে ড্রোন ক্যামেরা, ডগ স্কোয়াড ও অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারিও বৃদ্ধি করা হয়েছে।’

নারী ও শিশুর নিরাপত্তার বিষয়েও তিনি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেন। বিশেষ করে ছায়ানটের আয়োজনে অংশ নিতে আসা নারী ও শিশুদের যেন ভিড় এড়িয়ে সাবধানে চলাচল করেন, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শোভাযাত্রার জন্য তৈরি ‘ফ্যাসিস্টের প্রতিকৃতি’তে আগুন দেওয়ার ঘটনার বিষয়ে ডিএমপি কমিশনার বলেন, ‘ঘটনার রহস্য উদঘাটনে আমরা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছি। জড়িত ব্যক্তিকে শনাক্ত করতে আমরা প্রায় পৌঁছে গেছি। আশা করছি, শোভাযাত্রার আগেই এ বিষয়ে একটি সুখবর দিতে পারব।’

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন পহেলা বৈশাখ | ডিএমপি কমিশনার