সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় পুরাতন ব্যাটারি গলানোর কারখানায় ডাকাতির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র, কাভার্ডভ্যান ও লুট হওয়া মোবাইল উদ্ধার করা হয়েছে।
গতকাল সোমবার (১৪ এপ্রিল) রাতে সিরাজগঞ্জ পুলিশ সুপার কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাড়াশ উপজেলার হেদারখাল এলাকায় অবস্থিত পুরাতন অটো ও চার্জার গাড়ির ব্যাটারি গলিয়ে সিসা বের করার কারখানায় গেলো ১৩ মার্চ ডাকাতির ঘটনা ঘটে। এসময় ২৫ থেকে ৩০ জনের একটি ডাকাত দল কারখানায় ঢুকে শ্রমিকদের বেঁধে রেখে ৭০ হাজার নগদ টাকাসহ প্রায় ৩৯ লাখ ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
গ্রেপ্তারকৃতরা হলেন- তাড়াশ উপজেলার পলাশী গ্রামের মজনু প্রামাণিকের ছেলে লাবু প্রামাণিক (৪০), বড় পাওতা গ্রামের দবির শেখের ছেলে শামীম হোসেন (৩৪) ও সাচানদিঘী গ্রামের মৃত মজনু শাহের ছেলে ইয়াকুব শাহ (২৩) এবং গাজীপুরের শ্রীপুর উপজেলার বেতজুরী গ্রামের ওয়াহাব আলী পলানের ছেলে ওয়াসিম পলান (২৩) ও একই উপজেলার বারুতুপা গ্রামের মৃত আজিবরের ছেলে জাহিদুল ইসলাম (২৫)।
এ ঘটনায় তাড়াশ থানায় ডাকাতি মামলা হলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
সোমবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করা হলে তারা ৫ জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
পরে আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেন। বাকি আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে।
এমএ//